ফণীর তাণ্ডবে ৫৯ কোটি টাকার ফসল-সম্পদ নষ্ট
ঘূর্ণিঝড় ফণী তাণ্ডবে তছনছ হয়ে গেছে ভারতের ওড়িশা। ওই রাজ্যের ১২ জেলায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুরো ওড়িশা জুড়েই ভয়াবহ অবস্থা। অন্যদিকে, ফণীর তাণ্ডবে প্রায় ৫৯ কোটি টাকার ফসল ও সম্পদ নষ্ট হয়েছে।
বিপর্যয় মোকাবিলার প্রস্তুতির সময় প্রশাসনের পাশে থাকার জন্য বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার ওড়িশায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রস্তুতি থাকলে বড় ধরনের ক্ষতি এড়ানো যায়। তবে প্রকৃতির কাছে মানুষ এখনও অসহায়। শুক্রবার সকালে ওড়িশায় আছড়ে পড়ে সেটাই যেন বুঝিয়ে গেল ফণী। এখনও বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। বন্ধ মোবাইল ও নেট যোগাযোগ। পুরী, ভুবনেশ্বর, কটক, জাজপুরবাসী স্বাভাবিক জীবনে ফেরার লড়াই করছে।
খুরদাতেও অবস্থা একই রকম। ঝড়ের সময় একটি মোবাইল টাওয়ার ভেঙে একটি বাড়ির ওপর পড়ে। এতে আগুন লেগে কাছাকাছি চারটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। খুরদা মেন রোডের বহু বাড়িতে দরজা-জানালা উড়ে গেছে। কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পারাদ্বীপ, কটক, জাজপুরের মতো শহরে ক্ষয়ক্ষতি কিছুটা কম। তবে এখানেও নিজের শক্তি বুঝিয়েছে ফণী। ১৯৯৯ সালের পর ২০১৯। ২০ বছর পর আবার কঠিন লড়াইয়ের মুখে ওড়িশা।