প্লাটিনামের দাম ১৪ বছরের সর্বোচ্চে
বিদ্যমান সরবরাহ উদ্বেগের কারণে ১৪ বছরের সর্বোচ্চে পৌঁছেছে প্লাটিনামের দাম। গত তিন মাসে মূল্যবান ধাতুটির বাজারদর বেড়েছে ২০ শতাংশেরও বেশি। খবর মাইনিং ডটকম।
সর্বশেষ ধাতুটির দাম ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৬৪ ডলার ৫০ সেন্টে স্থির হয়। বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় যা ২৩ শতাংশ বেশি। বার্তা সংস্থা রয়টার্সের দেয়া তথ্যমতে, শুধু শেষ প্রান্তিকই নয়, ২০২২ সালজুড়ে প্লাটিনামের দাম ছিল ঊর্ধ্বমুখী। বছরের শুরুর তুলনায় ডিসেম্বরে দাম ৯ শতাংশ বেড়েছে। যেখানে স্বর্ণ, রৌপ্য ও প্যালাডিয়ামের দাম কমেছে।
ওয়ার্ল্ড প্লাটিনাম ইনভেস্টমেন্ট কাউন্সিলের তথ্যমতে, চীন বিশ্বের শীর্ষ প্লাটিনাম ব্যবহারকারী। ২০১৯ সালের পর দেশটি ২০২২ সালে সবচেয়ে বেশি প্লাটিনাম আমদানি করেছে। এতে সরবরাহ নিশ্চিত করতে কিছুটা বিপাকে পড়েছে বিশ্বের অন্য আমদানিকারক দেশগুলো। বিষয়টিই দাম বাড়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছে।
কাউন্সিল জানায়, চলতি বছর বিশ্ববাজারে প্লাটিনামের ঘাটতি দেখা দিতে পারে। এ সময় ধাতুটির চাহিদা ১৯ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর বিপরীতে সরবরাহ বাড়বে মাত্র ২ শতাংশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাউন্সিল জানায়, বিশ্ব অর্থনীতিতে টালমাটাল অবস্থা ও মন্দার আশঙ্কা সত্ত্বেও শিল্প খাতে প্লাটিনামের চাহিদা বিদায়ী বছরের তুলনায় ১০ শতাংশ বাড়তে পারে। এটি ১০ বছরের গড় চাহিদাকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।