প্রেমের অপরাধে মেয়েকে পুড়িয়ে হত্যা
ফের অনারকিলিংয়ের ঘটনা ঘটল। রাজস্থানে এক কিশোরীকে নিজে হাতে আগুনে পুড়িয়ে হত্যা করলেন বাবা-মা। তার অপরাধ স্থানীয় এক কিশোরের সঙ্গে প্রেম করেছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই কিশোরীর বাবা-মা তাকে হত্যা করেন।
শুক্রবার জয়পুরের কাছে ফাগি গ্রামে ওই ঘটনা ঘটেছে। গ্রামেরই একটি কিশোরের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল ১৫ বছরের মেয়েটির। সে কারণে তাকে পুড়িয়ে মারা হলো। পুলিশের জেরায় মেয়েটির বাবা-মা স্বীকার করেছেন যে, তারাই মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন। গ্রামের মানুষ তাদের মেয়ের চরিত্র নিয়ে আজেবাজে কথা বলত। তা সহ্য করতে না পেরেই মেয়েকে মেরে ফেলেছেন তারা।
অভিযুক্ত বাবা-মা প্রথমে পুলিশকে জানিয়েছিল, স্কুলের পরীক্ষায় খারাপ নম্বর পাওয়ায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে তাদের মেয়ে। ফরেন্সিক টিম তদন্তে নামার পর তাদের হাতে উঠে আসে নানা তথ্য। পুলিশের দাবি, এটা যে আত্মহত্যা নয়, খুনের ঘটনা তার যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে।