প্রিমিয়ার সিমেন্টের ৩১০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্টের ৩১০ কোটি ৭৫ লাখ টাকার প্রিফারেন্স শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জনান, কমিশন সভায় প্রিমিয়ার সিমেন্টের ৩১০ কোটি ৭৫ লাখ টাকার পূর্ণ অবসায়নযোগ্য অ-রূপান্তরযোগ্য কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ারের প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রিফারেন্স শেয়ারের মধ্যে ২৩৫ কোটি ৭৫ লাখ টাকা সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। যার মেয়াদ হবে ৫ বছর। বাকি ৭৫ কোটি টাকা স্পন্সর শেয়ারহোল্ডার/পরিচালকদের নিকট ইস্যু করা হবে, যার মেয়াদ ১২ বছর।

এই প্রিফারেন্স শেয়ারের অভিহিত মূল্য ২৫ লাখ টাকা। এর ডিভিডেন্ড হার ৬.২৫-৭.৭৫ শতাংশ। এই শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে প্রিমিয়ার সিমেন্ট ব্যালান্সশিট পুনর্গঠন, আর্থিক ব্যয় কমানো, মুনাফা বৃদ্ধি এবং আর্থিক সূচকগুলোর উন্নতি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *