প্রাথমিকের টেলিভিশন ক্লাসের নতুন রুটিন প্রকাশ
প্রাথমিক পর্যায়ের ক্ষুদে শিক্ষার্থীদের জন্য আগামী সপ্তাহের টেলিভিশন ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নতুন রুটিন অনুসারে সংসদ টেলিভিশনে ক্লাস সম্প্রচার করা হবে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ স্বাক্ষরিত এ রুটিন প্রকাশ করা হয়েছে।
নতুন রুটিন অনুযায়ী, প্রতিদিন প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির পাঁচটি ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম চলছে। সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত প্রাথমিকের ক্লাস প্রচার করা হবে।
প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় ধরে চলবে। চলতি সপ্তাহের ক্লাস রুটিন অনুযায়ী ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সম্প্রচার করা হবে। সপ্তাহ শেষে নতুন রুটিন প্রকাশ করা হবে বলে জানা গেছে।
টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক পাঠদান করা বিষয়ের উপর শিক্ষকরা বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীদের প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা খাতায় বাড়ির কাজ করতে হবে। স্কুল খুললে তা শিক্ষকদের কাছে জমা দিতে হবে।