প্রাচীন মুক্তার সন্ধান
আট হাজার বছরের পুরোনো একটি মুক্তার সন্ধান পাওয়া গেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে। এটাই বিশ্বের সবচেয়ে প্রাচীন মুক্তা, এমনটাই বলছেন প্রত্নতাত্ত্বিকরা।
এ ব্যাপারে রবিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুক্তাটি পরীক্ষা করে দেখা গেছে এটি নিওলিথিক সময়কার। আবু ধাবির মারাওয়াহ দ্বীপে অবস্থিত একটি রুমে খনন কাজের সময় প্রাকৃতিক ওই মুক্তাটির সন্ধান পাওয়া যায়।
এদিকে আবু ধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ জানিয়েছে, যে লেয়ার থেকে মুক্তাটি পাওয়া গেছে তা কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে দেখা গেছে এটি খ্রিস্টপূর্ব ৫৮০০ থেকে ৫৬০০ সময়ের।
উল্লেখ্য, প্রথমবারের মতো আবু ধাবির ওই মুক্তাটি প্রদর্শন করা হবে ‘থাউসেন্ড ইয়ার্স অব লাক্সারি’ নামের একটি প্রদর্শনীতে। ল্যুভর আবু ধাবি মিউজিয়ামে ওই প্রদর্শনী শুরু হবে আগামী ৩০ অক্টোবর।