প্রাক্তন পরিচালক নাসির উদ্দিন’র মৃত্যুতে বিজিএমইএ’র গভীর শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি তৈরী পোশাক শিল্পের অন্যতম পুরোধা বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক এবং প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ নাসিরউদ্দিন অদ্য ২৮/০২/২০২২ইং তারিখে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন)। তাঁর মৃত্যুতে বিজিএমইএ পরিচালনা পর্ষদ, প্রাক্তন সভাপতিবৃন্দ, প্রাক্তন প্রথম সহ-সভাপতিগণ, প্রাক্তন সহ-সভাপতিবৃন্দ ও বিজিএমইএ’র নেতৃবৃন্দের পক্ষ থেকে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম ও সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন- মরহুম মোঃ নাসিরউদ্দিন বাংলাদেশের রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্পের অন্যতম পুরোধা হিসেবে চট্টগ্রামে পোশাক শিল্পের সূচনালগ্ন থেকে অসামান্য অবদান রেখেছেন। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে তাঁর অবদান বিজিএমইএ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে উল্লেখ করে তিনি বলেন, জনাব মোঃ নাসির উদ্দিন-এর মৃত্যুতে দেশ একজন সমাজ হিতৈষী দানবীরকে হারাল; যা সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আরো বলেন জনাব মোঃ নাসিরউদ্দিন একাধিকবার জাতীয় রপ্তানির ট্রফি অর্জন ও বিভিন্ন সমাজ সেবক মূলক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ অভিনন্দিত ও প্রশংসিত হয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *