প্রাক্তন পরিচালক নাসির উদ্দিন’র মৃত্যুতে বিজিএমইএ’র গভীর শোক প্রকাশ
বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি তৈরী পোশাক শিল্পের অন্যতম পুরোধা বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক এবং প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ নাসিরউদ্দিন অদ্য ২৮/০২/২০২২ইং তারিখে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজেউন)। তাঁর মৃত্যুতে বিজিএমইএ পরিচালনা পর্ষদ, প্রাক্তন সভাপতিবৃন্দ, প্রাক্তন প্রথম সহ-সভাপতিগণ, প্রাক্তন সহ-সভাপতিবৃন্দ ও বিজিএমইএ’র নেতৃবৃন্দের পক্ষ থেকে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম ও সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম বলেন- মরহুম মোঃ নাসিরউদ্দিন বাংলাদেশের রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্পের অন্যতম পুরোধা হিসেবে চট্টগ্রামে পোশাক শিল্পের সূচনালগ্ন থেকে অসামান্য অবদান রেখেছেন। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে তাঁর অবদান বিজিএমইএ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে উল্লেখ করে তিনি বলেন, জনাব মোঃ নাসির উদ্দিন-এর মৃত্যুতে দেশ একজন সমাজ হিতৈষী দানবীরকে হারাল; যা সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আরো বলেন জনাব মোঃ নাসিরউদ্দিন একাধিকবার জাতীয় রপ্তানির ট্রফি অর্জন ও বিভিন্ন সমাজ সেবক মূলক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ অভিনন্দিত ও প্রশংসিত হয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।