প্রত্যাশা ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল রফতানি
যুক্তরাষ্ট্র গত মাসে প্রত্যাশার চেয়েও বেশি অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে। দৈনিক রফতানির পরিমাণ রেকর্ড ৪৫ লাখ ব্যারেল স্পর্শ করেছে। চীনে ঊর্ধ্বমুখী চাহিদা রফতানি প্রবৃদ্ধিতে রসদ জুগিয়েছে। খবর অয়েল প্রাইস ডটকম।
অনেক বিশ্লেষক জানান, রফতানি এর চেয়েও বেশি হয়েছে। আর্থিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াই চার্টের দেয়া তথ্যমতে, দৈনিক রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৮ লাখ ১৯ হাজার ব্যারেলে।
ইউক্রেনে হামলা চালানোর প্রতিক্রিয়ায় গত বছর রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে দেশগুলোর জন্য বিকল্প উৎস হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল আমদানি শুরু করে। ফলে দেশটির রফতানি গত বছর ২০২১ সালের তুলনায় ২২ শতাংশ বেড়ে যায়।
রফতানি বৃদ্ধির অন্য একটি কারণ মার্কিন জ্বালানি তেলের কম দাম। বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের চেয়ে কম দামে নিজেদের জ্বালানি তেল বিক্রি করছে যুক্তরাষ্ট্র।
চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ব্যবহারকারী দেশ। জিরো কভিড নীতি থেকে বেরিয়ে আসার পর থেকে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। সম্ভাবনা দেখা দিয়েছে রেকর্ড প্রবৃদ্ধির। ফলে দেশটিতে জ্বালানি তেলের চাহিদাও বাড়ছে।
যুক্তরাষ্ট্র গত মাসে চীনে ৮ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে। ২০২০ সালের মে মাসের পর দেশটিতে এটিই সর্বোচ্চ রফতানি।
ভরটেক্সার বাজার বিশ্লেষক রোহিত রাঠোর বলেন, ‘আগামী মাসগুলোয় রফতানি দৈনিক ৪০ লাখ ব্যারেলের ওপরে অবস্থান করবে।’