পেরুতে ৪০ কোটি ডলারে বন্দর সম্প্রসারণ ডিপি ওয়ার্ল্ডের

স্টাফ রিপোর্টার

পেরুর ক্যালাও বন্দরে ৪০ কোটি ডলারের সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন করেছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড। লাতিন আমেরিকাজুড়ে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করেছে দুবাইভিত্তিক লজিস্টিক কোম্পানিটি। খবর দ্য ন্যাশনাল নিউজ।

ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি জানিয়েছে, নতুন পদক্ষেপের ফলে বন্দরটির দক্ষিণ টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৮০ শতাংশ বাড়বে। একই সঙ্গে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বিশ্ব বাণিজ্যের মূল গেটওয়ে হিসেবে ক্যালাওয়ের অবস্থানকেও সুদৃঢ় করবে।

কোম্পানিটি জানিয়েছে, সম্প্রসারণ সম্পন্ন হওয়ায় হ্যান্ডলিং সক্ষমতা আগের ১৫ লাখ থেকে ২৭ লাখ টিইইউতে উন্নীত হবে। একই সময় কনটেইনার ইয়ার্ড স্পেসও মোট ৪০ হেক্টর প্রসারিত হবে।

ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, বন্দরের ঘাট ৬৫০ মিটার থেকে ১ হাজার ৫০ মিটারে প্রসারিত হয়েছে। ফলে একসঙ্গে তিনটি শিপ বা দুটি মেগা-শিপ ঘাটে ভিড়তে পারবে। এ শক্তিশালী সক্ষমতা ক্যালাওকে দক্ষিণ আমেরিকার অল্পসংখ্যক বড় বন্দরের একটিতে পরিণত করেছে।

ডিপি ওয়ার্ল্ডের (পেরু ও একুয়েডর) প্রধান নির্বাহী কার্লোস মেরিনো বলেন, ‘এ সম্প্রসারণ প্রকল্প আমাদের সক্ষমতা ও অপারেশনাল দক্ষতা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।’

তিনি আরো বলেন, ‘নতুন প্রকল্পটি এ অঞ্চলে থাকা ডিপি ওয়ার্ল্ডের অন্যান্য বন্দরের সঙ্গে একত্রিত হয়ে পেরুর পাশাপাশি সমগ্র অঞ্চলের সংযোগ ও অর্থনৈতিক জীবনীশক্তি বাড়াতে আমাদের প্রতিশ্রুতিকে দৃঢ় করবে।’

কোম্পানিটি একুয়েডরে ১৪ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে পোসোর্জা বন্দরে তাদের বার্থ ৭০০ মিটার পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা করছে। ডিপি ওয়ার্ল্ড বন্দরসংলগ্ন একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলও পরিচালনা করে আসছে।

গত এপ্রিলে ব্রাজিলের সানতোস বন্দরে একটি টার্মিনাল তৈরির জন্য দেশটির রেলওয়ে অপারেটর রুমোর সঙ্গে যৌথভাবে কাজ করেছে ডিপি ওয়ার্ল্ড। লাতিন আমেরিকার বৃহত্তম বন্দরগুলোর মধ্যে একটি সানতোস, এটি বার্ষিক ১ কোটি ২৫ লাখ টন কার্গো পরিচালনা করতে পারে।

রুমোর পূর্বাভাস অনুসারে, সানতোসে নতুন কমপ্লেক্সের নির্মাণ ব্যয় হবে আনুমানিক ২৫০ কোটি ব্রাজিলিয়ান রিয়াল বা ৫০ কোটি ডলার।

বিশ্লেষকরা বলছেন, লাতিন আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য দুই দশকে ধীরে ধীরে বেড়েছে। তবে অন্যান্য উদীয়মান বাজার থেকে অঞ্চলটি এখনো বেশ পিছিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *