পেঁয়াজের দাম বাড়ল হিলিতে
দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে গেছে। একদিনের ব্যবধানে পণ্যটির দামে যুক্ত হয়েছে কেজিপ্রতি ২ টাকা। দেশে উৎপাদিত পেঁয়াজের বাড়তি সরবরাহের জের ধরে আমদানি কিছুটা কমে আসায় ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে।
গতকাল হিলি স্থলবন্দরের আড়তগুলো ঘুরে ভারতের নাসিক ও ইন্দোর থেকে আমদানি করা পেঁয়াজ সবচেয়ে বেশি বিক্রি হতে দেখা যায়। এ সময় পাইকারি পর্যায়ে (ট্রাকসেল) আমদানি করা এসব পেঁয়াজ কেজিপ্রতি ১২-১৩ টাকায় বিক্রি হয়। আগের দিনও আমদানি করা এসব পেঁয়াজ কেজিপ্রতি ১০-১১ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে একদিনেই ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ২ টাকা বেড়েছে।
অন্যদিকে গতকাল হিলিতে দেশে উৎপাদিত পেঁয়াজ কেজিপ্রতি ১৫-১৮ টাকায় বিক্রি হয়। একদিন আগেও পণ্যটি কেজিপ্রতি ২০-১৫ টাকায় বিক্রি হয়েছিল। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ বেশি রয়েছে।
এ কারণে হিলির আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছেন। এর প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। অন্যান্য সময়ে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ৪০-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়। বর্তমানে তা দৈনিক ২০ ট্রাকে নেমে এসেছে।
স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আগামী দিনগুলোয় আমদানি ও সরবরাহ স্বাভাবিক না হলে পেঁয়াজের দামে নতুন করে চাঙ্গাভাব দেখা দিতে পারে।