পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২ টাকা
আমদানি কমের অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে মাত্র একদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২ টাকা। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ প্রতি কেজি ২১-২২ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৩-২৪ টাকা দরে। হঠাৎ আবারো দাম বাড়তি হওয়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আইয়ুব হোসেন বলেন, দেশের বাজারে পেঁয়াজের চাহিদা মেটাতে বন্দর দিয়ে আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। কিন্তু সম্প্রতি দেশে দেশীয় নতুন পাতা পেঁয়াজ উঠতে শুরু করায় দেশের বাজারে এর দাম যেমন কমতে শুরু করেছে, তেমনি আমদানীকৃত পেঁয়াজের চাহিদা কমতে শুরু করে। এতে পেঁয়াজ আমদানি করে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন। এ কারণে লোকসান গুনতে হচ্ছিল আমদানিকারকদের। এ অবস্থায় লোকসান থেকে বাঁচতে আমদানি কমিয়ে দিয়েছেন তারা। এতে দেশের বাজারে খানিকটা সরবরাহ কমায় পেঁয়াজের দাম বাড়তি হচ্ছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও দুদিন ধরে তা আগের তুলনায় কম। আগে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা হচ্ছে ৮-১০ ট্রাক করে। গত বুধবার বন্দর দিয়ে নয়টি ট্রাকে ২৫৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগের দিন মঙ্গলবার বন্দর দিয়ে আটটি ট্রাকে ২২৮ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। যেখানে সোমবার বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ৫৪০ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।