পুলিশের সার্জেন্ট পদে চাকরি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা 

আবেদনের জন্য কমপক্ষে স্নাতক পাস হতে হবে।

শারীরিক মাপ

পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। পুরুষ প্রার্থী ও নারী প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স ২০২২ সালের ২২ ডিসেম্বর তারিখে ১৯ থেকে ২৭ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাদের বয়স ২৭ বছর পার হয়নি, তারাও আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা 

মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত হলে এ পদের জন্য আবেদন করা যাবে না।

আবেদনের নিয়ম 

আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ ২৫ নভেম্বর সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর ২০২২ রাত ১২টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *