পুতিনের সঙ্গে মারামারি চান ইলন মাস্ক

স্টাফ রিপোর্টার

রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনকে মল্লযুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সোমবার (১৪ মার্চ) এক টুইটে সাবেক কেজিবি গোয়েন্দার সঙ্গে মারামারি করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। খবর বিবিসির।

ছোট্ট ওই টুইটে ইলন মাস্ক বলেন, আমি ভ্লাদিমির পুতিনকে একক যুদ্ধের চ্যালেঞ্জ করছি। জেতার পুরস্কার ইউক্রেন।

এর ধারাবাহিকতায় আরেক টুইটে ক্রেমলিনকে ট্যাগ করে টেসলা প্রধান জানতে চান, আপনারা কি এই লড়াইয়ে একমত?

মাস্কের এমন উদ্ভট প্রস্তাব ইউক্রেনীয়রা স্বাগত জানালেও তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন মস্কোপন্থিরা।

সাবেক রুশ রাজনীতিবিদ দিমিত্রি রোগোজিন মার্কিন ধনকুবেরের টুইটের জবাবে বলেছেন, তুমি এখনো ছোট। তোমার সঙ্গে লড়াই মানে সময় নষ্ট করা। আগে আমার ভাইয়ের সঙ্গে জেতো।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো অবশ্য মাস্ককে সাহস দিয়েছেন। টুইটে তিনটি মুষ্টি চিহ্ন দিয়ে টেসলা প্রধানকে উৎসাহ দিয়েছেন তিনি।

তবে আরেক টুইটার ব্যবহারকারী সতর্ক করেছেন, সাবেক কেজিবি এজেন্ট পুতিন মার্শাল আর্টে খুবই পারদর্শী। তার সঙ্গে মারামারিতে নামলে কপালে দুর্ভোগ রয়েছে প্রযুক্তি ব্যবসায়ী মাস্কের।

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার ইলন মাস্ক। সাম্প্রতিক যুদ্ধে ইউক্রেনীয়দের অকুণ্ঠ সমর্থন জানানোর পাশাপাশি পুতিনের কড়া সমালোচনা করতে দেখা গেছে তাকে।

চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনে ইন্টারনেট ব্যবস্থা সচল রাখতে বেশ কয়েকটি মূল্যবান স্যাটেলাইট ডিশ পাঠিয়েছে মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *