পুঁজিবাজার থেকে ২৩৮ কোটি টাকা সংগ্রহ করবে ওমেরা

ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুকবিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ২৩৮ কোটি ৪৩ লাখ টাকা সংগ্রহ করবে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। সংগৃহীত অর্থে অত্যাধুনিক সমুদ্রগামী জাহাজ কেনার পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধ করা হবে। আইপিওতে আসা উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হয়।

রোড শোতে ওমেরা পেট্রোলিয়ামের পরিচালক আজম জে চৌধুরী, তানজিল চৌধুরী, রিয়াজ আবু নাসের বাসান্তে, বাহাদিন মোহামেদ আবুল নাসের বাসান্তে, রিচার্ড ভারবোভে, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামসুল হক আহমেদ, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আকতার হোসেন সান্নামাত এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। তাছাড়া রোড শোতে যোগ্য বিনিয়োগকারী (ইআই) প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের মধ্যে ১৮৬ কোটি ৩২ লাখ টাকায় ৩ হাজার ৮০০ টন এলপিজি ধারণ ক্ষমতাসম্পন্ন জাহাজ কেনা হবে। তাছাড়া ঋণ পরিশোধে ব্যয় হবে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা। বর্তমানে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের ৬২ দশমিক ৪৯ শতাংশ শেয়ারের মালিক মবিল যমুনা বাংলাদেশ লিমিটেড। এছাড়া কোম্পানিটির অন্যান্য অংশীদারের মধ্যে আছে বি বি এনার্জি এশিয়া পিটিই লিমিটেড এবং সিঙ্গাপুর ও নেদারল্যান্ডসের আর্থিক প্রতিষ্ঠান এফএমও।

উল্লেখ্য, ওমেরা পেট্রোলিয়ামের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড এবং ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড। রেজিস্ট্রার টু দ্য ইস্যু বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *