পায়ুপথে ২৪ লাখ টাকার স্বর্ণ
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাত ফেরত এক যাত্রীর কাছ থেকে ৬৮০ গ্রামের ৬টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। ওই ব্যক্তি পায়ুপথে এ স্বর্ণবারগুলো বহন করেছিলেন।
শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া ফ্লাইটের (জি৯- ৫২৬) যাত্রী ছিলেন মো. জামাল উদ্দিন (৪২)। তিনি সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনার সিকদার বাড়ির আনু মিয়ার ছেলে।
বিমানবন্দর শাখার ডেপুটি কাস্টমস কমিশনার নূর উদ্দিন মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া ফ্লাইটের যাত্রী মো. জামাল উদ্দিনকে তল্লাশি করা কয়।
লাগেজ ও শরীর তল্লাশির সময় তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদে পায়ুপথে স্বর্ণবার বহনের কথা স্বীকার করে জামাল উদ্দিন। উদ্ধার স্বর্ণের আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।