পাম অয়েলের দামে পতন অব্যাহত
চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দরপতন দেখা দিয়েছিল। যত দিন গেছে, পণ্যটির দামে এ নিম্নমুখী প্রবণতা আরো জোরালো হয়েছে। এ ধারাবাহিকতায় গত অক্টোবরে প্রতি টন পাম অয়েলের মাসভিত্তিক গড় দাম ৫০০ ডলারের নিচে নেমে এসেছে।
চলতি বছরের মধ্যে এটাই পাম অয়েলের সর্বনিম্ন মাসভিত্তিক গড় দাম। খবর এগ্রিমানি ও স্টার অনলাইন।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে চলতি বছরের এপ্রিলে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের গড় দাম ছিল ৬১৯ ডলার ৯১ সেন্ট। পরের মাসে পণ্যটির মাসিক গড় দাম ২ দশমিক ৬৫ শতাংশ
কমে দাঁড়ায় ৬০৩ ডলার ৪৬ সেন্টে। এর পর থেকে প্রতি মাসেই পাম অয়েলের দাম কমতির দিকে ছিল।
জুনে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েলের গড় দাম ৬০০ ডলারের নিচে নেমে আসে। এ সময় পণ্যটির গড় দাম দাঁড়ায় টনপ্রতি ৫৭৯ ডলার ৬৮ সেন্টে, যা আগের মাসের তুলনায় ৩ দশমিক ৯৪ শতাংশ কম। গত জুলাইয়ে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েলের গড় দাম ছিল ৫৪৪ ডলার ৫৪ সেন্ট, যা আগের মাসের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ কম।
মন্দাভাবের ধারাবাহিকতায় চলতি বছরের আগস্টে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েলের গড় দাম দাঁড়ায় ৫৩৩ ডলার ৯৩ সেন্টে, যা আগের মাসের তুলনায় ১ দশমিক ৯৫ শতাংশ কম।
আর সেপ্টেম্বরে পণ্যটির মাসিক গড় দাম আরো ১ দশমিক ৯৩ শতাংশ কমে টনপ্রতি ৫২৩ ডলার ৬২ সেন্টে নেমে আসে।
একই প্রবণতা বজায় ছিল গত অক্টোবরেও। এ সময় ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েলের গড় দাম ছিল ৪৯৯ ডলার ১৫ সেন্ট, যা আগের মাসের তুলনায় ৪ দশমিক ৬৭ শতাংশ কম। সে হিসাবে, এক মাসের ব্যবধানে পণ্যটির গড় দাম কমেছে ২৪ ডলার ৪৭ সেন্ট। চলতি বছরের মধ্যে এটাই পাম অয়েলের সর্বনিম্ন মাসভিত্তিক গড় দাম। শীত মৌসুমের শুরুতে চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চাহিদা কমায় বর্তমানে পাম অয়েলের বাজারে মন্দাভাব বজায় রয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা।