পাবনায় কাঠের গুঁড়িভর্তি ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত
পাবনা সদর উপজেলায় কাঠের গুঁড়িভর্তি ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলায় নুরপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক জানান, কাঠের গুঁড়িভর্তি ট্রাকটি সদরের কাঁচপাড়া থেকে বাস টার্মিনাল এলাকায় যাচ্ছিল। নুরপুর বাইপাস এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত ও একজন আহত হন।
আহত শ্রমিককে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।