পাঁচ লাখ টন রুশ গম কিনেছে মিসর
বেসরকারি পর্যায়ে একটি চুক্তির মাধ্যমে রাশিয়ার কাছ থেকে প্রায় পাঁচ লাখ টন গম কিনেছে মিসর। অন্তত চারজন ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেছেন, বর্তমান বাজারদর থেকে কমে এ চুক্তি হয়েছে। খবর রয়টার্স।
বিশ্বের অন্যতম বৃহৎ গম আমদানিকারক মিসর গত বছর ইউক্রেনে যুদ্ধের ফলে গম আমদানি ব্যাহত হওয়ার পর থেকে দরপত্রের পরিবর্তে সরাসরি চুক্তির মাধ্যমে গম কেনার নীতি গ্রহণ করে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, জেনারেল অথরিটি ফর সাপ্লাই কমোডিটিস (জিএএসসি) সম্প্রতি বাণিজ্যিক প্রতিষ্ঠান সোলারিস থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার টন রাশিয়ান গম কিনেছে। প্রতি টনের কস্ট অ্যান্ড ফ্রেইট (সিঅ্যান্ডএফ)ভিত্তিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ২৭০ ডলার।
গমের স্থানীয় বাজার নিয়ন্ত্রণে অনানুষ্ঠানিকভাবে ফ্লোর প্রাইস নির্ধারণ করে দিয়েছে রুশ সরকার। ব্যবসায়ীরা বলছেন, সম্ভবত এ দামের চেয়ে কমে মিসরের কাছে গম বিক্রি করেছে দেশটি।
অন্যান্য রাশিয়ান গম সরবরাহকারীরা সম্প্রতি ফ্রি অন বোর্ড চুক্তিতে প্রতি টন গম ২৬৫ ডলার দরে বিক্রি প্রস্তাব করেছেন। এটিকেই তারা ফ্লোর প্রাইস হিসেবে নির্ধারণ করা হবে বলে প্রত্যাশা করছেন। এর সঙ্গে সিঅ্যান্ডএফ বা ব্যয় ও জাহাজ ভাড়া যোগ হলে টনপ্রতি ২৭০ ডলারকে ছাড়িয়ে যাবে।