পর্যটন থেকে ৮৫ বিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা সৌদি আরবের
পর্যটন খাতে উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। ২০২৩ সালে এ খাতে দেশটি আয় করেছে ৬৬ বিলিয়ন বা ৬ হাজার ৬০০ ডলার। চলতি বছরে এ আয় ৮৫ বিলিয়ন বা ৮ হাজার ৫০০ কোটি ডলারে উন্নীত হওয়ার আশা করছে দেশটির সরকার। সম্প্রতি পর্যটনবিষয়ক উপমন্ত্রী প্রিন্সেস হাইফা আল-সৌদ জানান, পর্যটন খাতে বেসরকারি বিনিয়োগের আহ্বানে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। এরই মধ্যে বেসরকারি পর্যায়ে ১ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগ নিশ্চিত হয়েছে। এ বিনিয়োগের ফলে দুই বছরের মধ্যে দেশটিতে হোটেল কক্ষের সংখ্যা বেড়ে দুই লাখে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘বর্তমানে সৌদি আরবের জিডিপিতে পর্যটনের অবদান ৪ দশমিক ৫ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এটি ১০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।
’ অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কৌশলের অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে বার্ষিক ১৫ কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্যে কাজ করছে সৌদি সরকার। সাম্প্রতিক বছরগুলোয় জ্বালানি তেল-বহির্ভূত খাতে বিনিয়োগ বাড়িয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে পর্যটনের পাশাপাশি বিনোদন, ক্রীড়া ও প্রযুক্তি বিকাশের ওপর জোর দেয়া হচ্ছে। ২০২৩ সালে সৌদি আরব ১০ কোটি পর্যটক পেয়েছে, যাদের বেশির ভাগই স্থানীয়। এর মধ্যে ২ কোটি ৭০ লাখ ছিল আন্তর্জাতিক দর্শনার্থী, যাদের অনেকেই ধর্মীয় ও ব্যবসায়িক কারণে দেশটিতে ভ্রমণ করে। খবর আরব নিউজ