পর্যটন খাতে সৌদি আরবের আয় ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে
পর্যটন খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে সৌদি আরব। সম্প্রতি এ খাত থেকে দেশটির আয় প্রায় ১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ভ্রমণ আইটেমগুলো থেকে বড় আকারের উদ্বৃত্ত অর্জন করেছে তারা। গত বছরের প্রথম প্রান্তিকের ৪২ কোটি ৭ লাখ ডলার ঘাটতির তুলনায় পেমেন্টের পরিমাণ চলতি বছর ৬৮০ কোটি ডলার হয়েছে।
সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় প্রায় ২২৫ শতাংশ পর্যটন আয় বেড়েছে। এ উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে এ উদ্বৃত্ত অর্জন সম্ভব হয়েছে, যা ৯৯০ কোটি ডলারে পৌঁছতে পারে। মন্ত্রণালয় আরো জানায়, এ অর্জন পর্যটন খাতকে চাঙ্গা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে প্রচেষ্টা শুরু করেছিল তারই ফলাফল, যা জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতেও অবদান রেখেছে। এছাড়া এটি জাতীয় পর্যটন উন্নয়ন কৌশলের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অ্যারাবিয়ান বিজনেস