পর্যটনে বছরে ১২ হাজার কোটি ডলার আয়ের লক্ষ্য ইউএইর
অর্থনীতিতে বৈচিত্র্য আনতে নানামুখী উদ্যোগ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ উদ্যোগের অংশ হিসেবে পর্যটন খাতকে ঢেলে সাজাচ্ছে উপসাগরীয় দেশটি। ২০৩১ সাল নাগাদ পর্যটন খাতের বার্ষিক আয় ১২ হাজার ৩০০ কোটি ডলারে উন্নীত করতে চায় ইউএই।
অ্যারাবিয়ান বিজনেসের খবর অনুসারে, ইউএই একটি উচ্চাভিলাষী পর্যটন কৌশল হাতে নিয়েছে। এ উদ্যোগের লক্ষ্য দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় এবং আরো পর্যটক ও বিনিয়োগকারী আকর্ষণ করা।
দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ একটি টুইট বার্তায় বলেন, আমরা ইউএইর পর্যটন কৌশল ২০৩০ অনুমোদন করেছি। ইউএই বিশ্বের সেরা ১০টি পর্যটন গন্তব্যের মধ্যে রয়েছে। আমাদের লক্ষ্য হলো এ খাতে আরো ১০ হাজার কোটি দিরহাম বিনিয়োগ আকর্ষণ করা। ২০৩১ সালের মধ্যে আমরা বার্ষিক ৪ কোটি হোটেল অতিথিকে স্বাগত জানাতে চাই।
তিনি আরো বলেন, বিশ্বজুড়ে ইউএইর প্রতিযোগিতা বাড়াতে পর্যটন খাত আমাদের চাবিকাঠি। চলতি বছরের প্রথম তিন মাসে আমাদের বিমানবন্দরগুলো ২ কোটি ২০ লাখ যাত্রী পেয়েছে। আমাদের লক্ষ্য, ২০৩১ সাল নাগাদ জিডিপিতে পর্যটন খাতের অবদান ৪৫ হাজার কোটি দিরহামে উন্নীত করা।