পঞ্চাশ ছুঁয়ে বছর শেষ ম্যান সিটির
বছরের শেষ ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়লো ম্যানচেস্টার সিটি। তবে বুধবার রাতে তুলনামূলক দুর্বল দল ব্রেন্টফোর্ডকে হারাতে রীতিমতো ঘাম ঝরেছে পেপ গার্দিওলার শিষ্যদের। অন্যদিকে ব্রাইটনকে হারাতেই পারেনি আরেক শক্তিশালী দল চেলসি।
ব্রেন্টফোর্ডের মাঠে খেলতে গিয়ে ম্যাচের ১৬ মিনিটের সময় ম্যান সিটির পক্ষে গোল করেন ফিল ফোডেন। এই এক গোলে ভর করেই লিগে টানা দশম জয় পেয়েছে তারা। অথচ সারা ম্যাচে সিংহভাগ সময় বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে ছিল সিটির। এমনকি গোলের জন্য করেছিল ১২টি শট। কিন্তু গোল আর মেলেনি।
জয়ের ব্যবধান বড় না হলেও এই জয়ে পয়েন্ট টেবিলে ফিফটি পূরণ হয়েছে সিটিজেনদের। বছরের শেষ ম্যাচে জয় পাওয়ার পর ২০ ম্যাচে তাদের ঝুলিতে রয়েছে পাক্কা ৫০ পয়েন্ট। বাকি ১৮ ম্যাচ থেকে আরও ৫০ পয়েন্ট নিতে পারলে তারা অর্জন করবে ১০০ পয়েন্টের বিরল রেকর্ড।
অন্যদিকে নিজেদের ঘরের মাঠে ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেলসি। ম্যাচের ২৮ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু। কিন্তু ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ব্রাইটনকে এক পয়েন্ট এনে দেওয়া গোল করেন ড্যানি ওয়েলব্যাক।
এই ড্রয়ের ফলে টেবিল টপার ম্যান সিটির সঙ্গে ব্যবধান বেড়ে গেলো চেলসির। লিগের ২০ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে তারা। তিন নম্বরে থাকা লিভারপুলের সংগ্রহ ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট। তারা ২০তম ম্যাচ জিতলেই উঠে যাবে দুই নম্বরে।