পঞ্চম ধাপে আ. লীগের মনোনয়ন বিতরণ ১৬-১৭ মে
পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ আগামী ১৬ ও ১৭ মে।
সোমবার দলটির উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়ন প্রত্যাশীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আগামী ১৬ ও ১৭ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে ১৮ মে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দেয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হবে ১৮ জুন। পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ এবার পাঁচ ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে প্রথম ধাপের ভোটগ্রহণ হয় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হয় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ এবং চতুর্থ ধাপে ভোটগ্রহণ হয় ৩১ মার্চ।