নীলক্ষেতের বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বইয়ের মার্কেটে হঠাৎ আগুন লাগে। এ সময় ব্যবসায়ী ও মার্কেটে আসা ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ গন্তব্যের দিকে ছোটাছুটি করতে থাকেন। দোকান থেকে বইগুলো দ্রুত বের করে রাস্তায় নামিয়ে আনেন দোকানিরা। আগুনে কয়েকটি দোকান ও বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘খবর পেয়ে অল্প সময়ের মধ্যে আমরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কী কারণে আগুন লেগেছে, তা এখনই বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।’