নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ তেল-গ্যাস আমদানির পথ উন্মুক্ত ব্রিটেনে
নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি অব্যাহত রাখতে পথ নিশ্চিত রেখেছে ব্রিটেন। সম্প্রতি দেশটির পরিবহন মন্ত্রণালয় (ডিএফটি) এমনটা জানায়। মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্রিটেনে তেল ও গ্যাস রফতানি করতে পারবে রাশিয়া।
সম্প্রতি পাসকৃত এক আইনের মাধ্যমে রাশিয়ার মালিকানাধীন ও দেশটির সঙ্গে সম্পর্কযুক্ত সব ধরনের জাহাজকে ব্রিটেনের যেকোনো বন্দরে নোঙর নিষিদ্ধ করা হয়। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রতিক্রিয়াস্বরূপ এমন পদক্ষেপ নেয় ব্রিটেন। এ আইন অনুসারে রাশিয়ার মালিকানাধীন, রাশিয়ার দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত, সম্পর্কিত, নিবন্ধনকৃত ও রাশিয়ার পতাকাবাহী যেকোনো ধরনের জাহাজকে ব্রিটিশ বন্দরে নিষিদ্ধ করা হয়।
পরিবহন মন্ত্রণালয় জানায়, এ নিষেধাজ্ঞা শুধু জাহাজের ওপর প্রযোজ্য, কোনো ধরনের রুশ পণ্য এ নিষেধাজ্ঞার আওতায় আসবে না। সুতরাং রাশিয়ার জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকৃত ভিন্ন কোনো দেশের নিবন্ধনকৃত জাহাজ ব্রিটিশ বন্দরে ভিড়তে পারবে।
ইউক্রেনের রুশ সামরিক অভিযানের জেরে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের আকাশসীমায় রুশ উড়োজাহাজ নিষিদ্ধ করা হয়েছে। যদিও এ অভিযানকে রাশিয়া নিজস্ব নিরাপত্তার স্বার্থে ‘বিশেষ অপারেশন’ হিসেবে আখ্যায়িত করেছে। পানিপথে নিষেধাজ্ঞার আগে বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য নিয়ে প্রায়ই রুশ জাহাজকে ব্রিটিশ বন্দরে দেখা যেত। তবে পরিবহন মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে হয়তো একই পণ্য ভিন্ন কোনো জাহাজে দেখা মিলবে।