নির্মাণকাজ শুরু করছে এভারগ্র্যান্ড

স্টাফ রিপোর্টার

বেশ লম্বা সময় বন্ধ থাকার পর আবার বাড়ি নির্মাণযজ্ঞে ফিরছে চীনের রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এভারগ্র্যান্ড। যদিও এ মুহূর্তে তাদের পরিচয় বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে, যার দায় ৩০ হাজার কোটি ডলারের বেশি। তবে আশার কথা হলো, চলতি মাসেই ৩৯ হাজার ইউনিট সম্পত্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে এভারগ্র্যান্ড। খবর রয়টার্স।

বন্ড অংশীদার, ব্যাংক, সরবরাহকারীদের অর্থ পরিশোধ করতে রীতিমতো হিমশিম খাচ্ছে এভারগ্র্যান্ড। আবার যারা বাড়ির জন্য টাকা দিয়েছেন, তাদের বাড়ি বুঝিয়ে দিতেও ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে এভারগ্র্যান্ডের চেয়ারম্যান হুই কা ইয়ান চলতি সপ্তাহে কর্মীদের দিন-রাত পরিশ্রমের অনুরোধ করেন। যাতে বিক্রি বাড়ানো যায় এবং দ্রুত ঋণ শোধ করা যায়।

এক বিবৃতিতে তিনি বলেন, আবার বাড়ি নির্মাণকাজ পুরোদমে শুরু করতে যাচ্ছে এভারগ্র্যান্ড। চলতি মাসেই ১১৫টি প্রকল্পের কাজ শেষ করে তা গ্রাহকদের কাছে বুঝিয়ে দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ মাসের আর চারদিন হাতে আছে। এ মাসে ৩৯ হাজার ইউনিট সরবরাহের লক্ষ্য পূরণে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে।

এমন সময় এভারগ্র্যান্ডের কাছ থেকে এ ঘোষণা এল, যার একদিন আগেই চীনের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাড়ির ক্রেতাদের আইনি অধিকার রক্ষা করতে পাশে থাকবে ব্যাংকটি।

বিবৃতিতে এভারগ্র্যান্ডের চেয়ারম্যান জানান, অন্তত ৮০ শতাংশ গৃহসজ্জা প্রতিষ্ঠান ও দীর্ঘদিনের সরবরাহকারীদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক পুনঃস্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত বিভিন্ন উপাদানসামগ্রীর সরবরাহকারীদের সঙ্গে ৬ হাজার ৮৬৯টি চুক্তি সই হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *