নিরাপদ সড়ক দিবসে দুর্ঘটনাইয় নিহত ৩
নিরাপদ সড়ক দিবসে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলায় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ তিন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এলেম হোসেন (৪৫), তার ছেলে একরাম হোসেন (২২) ও আবু সুফিয়ান (৪০)। আহত বিল্লাল হোসেন (৩৪) ও সিএনজিচালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাক এবং চালককে আটক করা যায়নি।
চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক ফরিদ আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত সিএনজিটি দুমড়েমুচড়ে গেছে।