নিম্নমুখী ভুট্টা, সয়াবিন ও গমের বাজারদর
শিকাগো বোর্ড অব ট্রেডে টানা পঞ্চম দিনের মতো কমেছে ভুট্টার দাম। অন্যদিকে সয়াবিনের দাম কমে দুই সপ্তাহের সর্বনিম্নে। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম অঞ্চলে আবহাওয়া কিছুটা অনুকূল হয়ে ওঠার প্রত্যাশায় সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে, যা শস্য দুটির বাজারকে নিম্নমুখী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে। খবর বিজনেস রেকর্ডার।
এদিকে গমের দাম ২ শতাংশ কমলেও মাসভিত্তিক দাম ঊর্ধ্বমুখীই। কৃষ্ণসাগরীয় বন্দরগুলো থেকে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় সাম্প্রতিক সপ্তাহগুলোয় শস্যটির দাম লক্ষণীয় মাত্রায় বেড়েছে।
সিঙ্গাপুরভিত্তিক খাদ্যশস্য ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের আবহাওয়া ভুট্টা ও সয়াবিনের বাজারদরকে নিম্নমুখী করে তুলেছে। গমের দাম কমে বুশেলপ্রতি ৬ ডলারের নিচে নেমেছে। তবে গম সরবরাহ পরিস্থিতি এখনো ব্যাপক অনিশ্চয়তায়। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত আরো তীব্র আকার ধারণ করলে দাম আরো বাড়তে পারে।
শিকাগো বোর্ড অব ট্রেডে গতকাল ভুট্টার দাম ২ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৫ ডলার ১৯ সেন্টে। অন্যদিকে সয়াবিনের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে বুশেলপ্রতি ১৩ ডলার ৫৭ সেন্টে নেমেছে। গমের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে বুশেলপ্রতি ৬ ডলার ৯০ সেন্টে নেমেছে।