নিম্নমুখী চাপে তামার বাজারদর

স্টাফ রিপোর্টার

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তামার দাম কমেছে। বিশ্ব অর্থনীতিতে ধীরগতি ও ধাতুটির ব্যবহার কমে যাওয়ার আশঙ্কা বাজারদরে নিম্নমুখী চাপ তৈরি করেছে। এর আগে চীন সীমান্ত উন্মুক্ত করে দেয়ার ঘোষণায় তামার দাম বেড়ে ছয় মাসের সর্বোচ্চে পৌঁছেছিল। খবর বিজনেস রেকর্ডার।

এলএমইতে তিন মাস সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৭৮৬ ডলারে। তবে মার্চে সরবরাহ চুক্তিতে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে ধাতুটির দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬৬ হাজার ৪৯০ ইউয়ান বা ৯ হাজার ৮২৩ ডলার শূন্য ১ সেন্টে লেনদেন হচ্ছে।

তামার পাশাপাশি লন্ডন মেটাল এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ৪২৯ ডলার, দস্তার দাম ১ দশমিক ২ শতাংশ কমে টনপ্রতি ৩ হাজার ১৬৮ ডলার ৫০ সেন্ট, সিসার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ২২২ ডলার এবং টিনের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ২৫ হাজার ৫০০ ডলারে নেমেছে।

বিশ্ব অর্থনীতিতে এখনো মন্দার ঝুঁকি রয়েছে। ফেডারেল রিজার্ভ সুদের হার আরো বাড়াবে। জানুয়ারির শেষে এ-সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে। ফলে ডলারের দাম আরো বাড়বে। ফলে অন্য মুদ্রার ক্রেতাদের কাছে তামাসহ অন্যান্য ধাতুর চাহিদা কমবে। সামনের দিনগুলোয় এসব ধাতুর দাম আরো কমার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *