নিম্নমুখী কৃষিপণ্যের বাজার

নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহ শেষ করেছে কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে গম, ভুট্টা ও সয়াবিন এ তিন পণ্যের গড় দামেই পতন দেখা গেছে। মূলত যুক্তরাষ্ট্রে শস্যের মজুদ বেড়ে যাওয়ার খবরে কৃষিপণ্যের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর সিনহুয়া ও বিজনেস রেকর্ডার

সিবিওটি প্রাইস ইনডেক্স অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে গমের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৭৭ শতাংশ কমেছে। এ সময় মে মাসে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের গড় দাম দাঁড়িয়েছে ৪ ডলার ৭৭ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ৮ দশমিক ২৫ সেন্ট কম।

একই চিত্র দেখা গেছে ভুট্টা ও সয়াবিনের দামে। সর্বশেষ সপ্তাহে ভুট্টার গড় দাম বুশেলপ্রতি ২১ সেন্ট কমেছে। এ সময় মে মাসে সরবরাহের চুক্তিতে কৃষিপণ্যটির গড় দাম দাঁড়িয়েছে বুশেলপ্রতি ৩ ডলার ৫৬ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৫ দশমিক ৭৫ শতাংশ কম।

সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে সয়াবিনের দাম ২ দশমিক ১৬ শতাংশ কমে ৯ ডলারের নিচে নেমে এসেছে। এ সময় মে মাসে সরবরাহের চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম দাঁড়িয়েছে ৮ ডলার ৮৪ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় সাড়ে ১৯ সেন্ট কম।

যুক্তরাষ্ট্রে কৃষিপণ্যের মজুদ বৃদ্ধির খবর গম, ভুট্টা ও সয়াবিনের দরপতনের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি মৌসুমে ১ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভুট্টার মজুদ দাঁড়িয়েছে ৮৬০ কোটি বুশেলে। এ সময় দেশটিতে সয়াবিনের মজুদ দাঁড়িয়েছে ২৭২ কোটি বুশেলে। একইভাবে ১ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট ১৫৯ কোটি বুশেল গম মজুদ রয়েছে।

মৌসুমের শুরুর দিকে বিস্তীর্ণ এলাকাজুড়ে তীব্র খরা ও বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে বন্যা দেখা দেয়ার পরও দেশটিতে কৃষিপণ্যের বাড়তি মজুদ গড়ে উঠেছে। এ খবর প্রকাশের পর সিবিওটিতে গম, ভুট্টা ও সয়াবিনের দাম কমতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *