নিউমার্কেটে ফের জমেছে ঈদের কেনাকাটা

স্টাফ রিপোর্টার

সম্প্রতি ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে রাজধানীর নিউমার্কেটে ঈদের বিকিকিনিতে ভাটা পড়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক। তাই, আগের রূপে ফিরছে নিউমার্কেট। শনিবারে (২৩ এপ্রিল) সরেজমিনে নিউমার্কেটে গিয়ে দেখা গেছে, ক্রেতা সমাগম প্রচুর। সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে।

গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও বিক্রয়কর্মীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণে কয়েক দিন নিউমার্কেটে কেনাবেচা হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তাই, নিউমার্কেটে আবারও জমে উঠেছে ঈদের কেনাকাটা। নিউমার্কেটের পাশের নূরজাহান মার্কেট, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া মার্কেটেও পুরোদমে বিকিকিনি চলছে।

খিলখেত থেকে নিউমার্কেটে শপিং করতে আসা জয়নব বেগম বলেন, ‘নিউমার্কেটে এখন সমস্যা নেই। আজ কেনাকাটা শেষ করব। দুই দিন পর গ্রামের বাড়িতে ঈদ করতে যাবো।’

শাড়ির দোকান ‘প্রিয়জন’-এর মালিক নাজমুল বলেন,   ‘সকাল থেকে অনেক ক্রেতা আসছেন। বেচাকেনা ভালো হচ্ছে।’

নিউ মার্কেট এলাকায় ফুটপাতে ব্যবসা করেন মিজানুর রহমান। তার ছোট চৌকির ওপর সাজানো দোকানে বিক্রি করা হচ্ছে থ্রি-পিসসহ নানা পোশাক। তিনি বলেন, ‘দোকানের আর ফুটপাতের পোশাক একই। আমাদের দোকানভাড়া নেই। তাই, ক্রেতারা আমাদের কাছে কিছুটা কম দামে পোশাক কিনতে পারেন। মার্কেটের দোকানদাররা চাইলেও কম দামে দিতে পারেন না।’

প্রীতি টেক্সটাইল শোরুমের মালিক মনির হোসেন বলেন, ‘বেচাকেনা চলছে পুরোদমে। ক্রেতারা তাদের সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় করে কেনাকাটা করছেন। এবার পাইকারি বাজারেও কাপড়ের দাম একটু বেশি। করোনার প্রাদুর্ভাব কম থাকায় এ বছর ক্রেতা সমাগম বেড়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *