নাসিমের আসন শূন্য ঘোষণা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য ঘোষণা

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বৃহস্পতিবার তার আসনটি শূন্য ঘোষণা করেন, যার গেজেট প্রকাশিত হয়েছে বুধবার।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ১৩ জুন মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

ক্লিক করে আমাদের সাথে থাকুন

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এক্ষেত্রে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোটের আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে।

বাংলাদেশে ইন্টারনেট গ্রাহক ১০ কোটি ছাড়িয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *