নাভানা গ্রুপের সঙ্গে কানাডা লুব্রিকেন্টের চুক্তি সই
নাভানা গ্রুপের সঙ্গে চুক্তি সই করেছে কানাডা লুব্রিকেন্ট। হলিফ্রন্টিয়ার লুব্রিকেন্ট এবং স্পেশালিটিস পেট্রো-কানাডা লুব্রিকেন্ট ব্র্যান্ডেড পণ্যগুলোর অনুমোদিত পরিবেশক হিসেবে বাজারজাত করবে।
বুধবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাভানা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নাভানা পেট্রোলিয়াম লিমিটেড অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছে যে, আমরা এখন থেকে হলিফ্রন্টিয়ার লুব্রিকেন্ট এবং স্পেশালিটিস পেট্রো-কানাডা লুব্রিকেন্ট ব্র্যান্ডেড পণ্যগুলোর অনুমোদিত পরিবেশক। নতুন এ পার্টনারশিপের মাধ্যমে নাভানা পেট্রোলিয়াম সমগ্র বাংলাদেশের কাস্টমারের কাছে পেট্রো-কানাডা লুব্রিকেন্টসের প্রোডাক্ট পৌঁছে দিতে পারবে। বিশেষভাবে গ্রিস এবং প্রাকৃতিক গ্যাসচালিত ইঞ্জিনের লুব্রিকেন্ট সেন্টরন টি এম এলডি বাজারজাত করা হবে।
নাভানা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম জাবেদ বলেন, ‘পেট্রো-কানাডা লুব্রিকেন্টসের প্রোডাক্ট ইঞ্জিন ও যন্ত্রপাতির কার্যকারিতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সামগ্রিক ব্যয় কমানোর ক্ষেত্রে পরীক্ষিত। নতুন এ পার্টনারশিপের ফলে আমরা সমগ্র বাংলাদেশের কাস্টমারের কাছে পেট্রো-কানাডার প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো।’