নাচতে নাচতে মঞ্চে থেরেসা মে (ভিডিও)
সম্প্রতি আফ্রিকা সফরে গিয়ে বাচ্চাদের সঙ্গে নেচেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ইউটিউবে নাচের সেই ভিডিওটি ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি হাসির খোরাক জুগিয়েছিল অনেকের।
সে রেশ কাটতে না কাটতে এবার সরাসরি বক্তৃতার মঞ্চে নেচে ফের ভক্তদের দৃষ্টি আকর্ষণ করলেন ব্রিটেন প্রধানমন্ত্রী।
বিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, বুধবার বার্মিংহামে দলের সমাবেশ ছিল। কনজারভেটিভ পার্টি নেত্রী থেরেসা মে সেই সমাবেশে যোগ দেয়ার সময় বাজছিল ডান্সিং কুইন-এর মিউজিক। মিউজিকের তালে তালে নাচতে নাচতে মঞ্চে ওঠেন থেরেসা। এমনকি মাইকের সামনে দাঁড়ানোর পরও তাকে নাচতে দেখা যায়। হাত উঁচিয়ে, কোমর দুলিয়ে নাচতে দেখা যায় তাকে। বিশাল পর্দায় এ দৃশ্য ভেসে আসলে সমর্থক ও উপস্থিতিরা করতালি দিতে শুরু করেন। মুহুর্মুহু করতালিতে ভরে যায় গোটা অডিটরিয়াম।
এর আগে তিন দিনের আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সে সময় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে স্কুলের বাচ্চাদের সঙ্গে নেচে আলোচনা-সমোলোচনার জন্ম দেন কনজারভেটিভ পার্টির এই নেত্রী।
Theresa May dances her way onto the stage for her big speech at #CPC18, as Abba's Dancing Queen plays in the background 💃
Live updates: https://t.co/fzegYJuJvG pic.twitter.com/A3xTSTUjva
— BBC Politics (@BBCPolitics) October 3, 2018