নরওয়েতে বিক্রি হওয়া দুই-তৃতীয়াংশই বিদ্যুচ্চালিত গাড়ি

স্টাফ রিপোর্টার

২০২১ সালে নরওয়েতে বিক্রি হওয়া নতুন গাড়ির দুই-তৃতীয়াংশই ছিল বিদ্যুচ্চালিত। পেট্রল ও ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি বিক্রি বন্ধ করার ক্ষেত্রে প্রথম হওয়ার লক্ষ্য নরডিক দেশটির। গত বছর দেশটিতে বিক্রি হওয়া শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা। খবর রয়টার্স।

৫৪ লাখ জনসংখ্যার নরওয়েতে বিশ্বের সবচেয়ে বেশি বিদ্যুচ্চালিত যানবাহন রয়েছে। যদিও ১৪০ কোটি জনসংখ্যার দেশ চীন এখন পর্যন্ত সবচেয়ে বড় গাড়ির বাজার। জ্বালানি তেল উত্তোলনকারী দেশটি জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ির ওপর আরোপিত কর থেকে বিদ্যুচ্চালিত গাড়িতে ভর্তুকি দিচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে শূন্য কার্বন নিঃসরণকারী গাড়ি নিতে নাগরিকদের উৎসাহিত করেছে।

চলতি বছর দেশটি বিদ্যুচ্চালিত নতুন গাড়ির বিক্রি ৮০ শতাংশে উন্নীত করতে চায়। পাশাপাশি ২০২৫ সালে পেট্রল ও ডিজেলচালিত নতুন গাড়ির বিক্রি বন্ধ করার লক্ষ্য নরওয়ের। এ সময় পর্যন্ত বিদ্যুচ্চালিত গাড়িতে ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। ২০২১ সালে সামগ্রিকভাবে নতুন গাড়ির বিক্রি ২৫ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে গত বছর দেশটিতে ১ লাখ ৭৬ হাজার ২৭৬ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশই ছিল পুরোপুরি বিদ্যুচ্চালিত। ২০২০ সালে বিদ্যুচ্চালিত গাড়ির অংশীদারিত্ব ৫৪ শতাংশ ছিল।

ছোট তবে সমৃদ্ধ নরওয়েকে চীনা নিও ও সুইডিশ ভলবো কারসের নতুন এবং গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখা হচ্ছে। নরওয়ে রোড ফেডারেশনের তথ্যানুসারে, ২০২১ সালে দেশটির সামগ্রিক গাড়ির বাজারে টেসলার অংশীদারিত্ব ছিল ১১ দশমিক ৬ শতাংশ। পুরো বছরের হিসাবে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছে টেসলা। জার্মানির ফক্সওয়াগনের বাজার অংশীদারিত্ব ৯ দশমিক ৬ শতাংশ।

সম্প্রতি মার্কিন গাড়ি নির্মাতা সংস্থাটি ২০২১ সালে রেকর্ডসংখ্যক গাড়ি সরবরাহের কথা জানিয়েছে। এক্ষেত্রে সংস্থাটির ফলাফল ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে চিপ ঘাটতি মোকাবেলায় সংস্থাটি চীনে উৎপাদন বাড়িয়ে দিয়েছিল।

নরওয়েতে টেসলা মডেল থ্রি সবচেয়ে জনপ্রিয় মডেল ছিল। দ্বিতীয় অবস্থানে ছিল টয়োটার হাইব্রিড আরএভি৪। এর পরে ফক্সওয়াগনের আইডি৪ তৃতীয় সর্বোচ্চ জনপ্রিয় মডেল ছিল।

শিল্প প্রতিনিধিরা বলছেন, চলতি বছর নরওয়ের বাজারে বিদ্যুচ্চালিত গাড়ির অংশীদারিত্ব ৮০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। যদিও বিশ্বজুড়ে চলমান সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত এ লক্ষ্যমাত্রায় বাধা সৃষ্টি করতে পারে।

নরওয়ের ইভি অ্যাসোসিয়েশনের প্রধান ক্রিস্টিনা বু বলেন, আমরা বিশ্বাস করি আগামী বছর বিদ্যুচ্চালিত গাড়ি ৮০ শতাংশ ছাড়িয়ে যাবে। যদিও এ পূর্বাভাসে বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। চিপ সংকটের কারণে চাহিদার সঙ্গে সংগতি রেখে গাড়ি সরবরাহে ব্যর্থ হচ্ছে অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। সুতরাং এ পূর্বাভাস গাড়ি নির্মাতা সংস্থার সরবরাহের ওপর নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *