নভেম্বরে জ্বালানি তেলের সর্বোচ্চ দরপতন
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতির দিকে রয়েছে। গত অক্টোবরে জ্বালানি পণ্যটির মাসভিত্তিক গড় দাম চলতি বছরের সর্বোচ্চে উঠেছিল। এক মাসের ব্যবধানে নভেম্বরে অপরিশোধিত জ্বালানি তেলের মাসভিত্তিক গড় দাম কমে এসেছে।
চার বছরের মধ্যে এ মাসে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির সর্বোচ্চ দরপতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।
চলতি বছরের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম বাড়তে শুরু করে। উত্থান-পতন পেরিয়ে গত অক্টোবরে জ্বালানি পণ্যটির গড় দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়িয়ে যায়। মূলত অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত (ওপেক) দেশগুলো সম্মিলিত উত্তোলনে লাগাম টানায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যায়।
তবে নভেম্বরে এসে এ ঊর্ধ্বমুখিতায় ছেদ পড়েছে। ইআইএর সর্বশেষ শর্ট টার্ম এনার্জি আউটলুকের তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম ৬৫ ডলারে নেমে এসেছে, যা আগের মাসের তুলনায় ব্যারেলপ্রতি ১৬ ডলার কম। বিগত চার বছরের মধ্যে এটাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সর্বোচ্চ দরপতন।
গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের উত্তোলন খাতে চাঙ্গাভাব বজায় ছিল। ইআইএর তথ্য অনুযায়ী, এ সময় যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ১ কোটি ১৫ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হয়েছে, যা আগের মাসের তুলনায় দৈনিক ১ লাখ ৫০ হাজার ব্যারেল বেশি।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি এ সময় সৌদি আরব, লিবিয়া, কুয়েতসহ ওপেকভুক্ত দেশগুলোও জ্বালানি তেল উত্তোলন বাড়িয়েছে। রাশিয়ার উত্তোলন খাতও তুলনামূলক চাঙ্গা ছিল। মূলত দেশে দেশে বাড়তি উত্তোলনের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বেড়ে গেছে। এ প্রবণতা জ্বালানি পণ্যটির মাসভিত্তিক গড় দামে বড় ধরনের পতনের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।