নতুন কাঠামোয় বেতন দেয়নি শিল্প এলাকার সব কারখানা

স্টাফ রিপোর্টার

তৈরি পোশাক খাতে নতুন মজুরি কাঠামোয় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ শুরু হয়েছে। গত ডিসেম্বরে কার্যকর হওয়া নতুন কাঠামোয় বেতন পাওয়ার কথা জানুয়ারিতে। তবে গতকাল পর্যন্ত সব কারখানা নতুন কাঠামোয় বেতন-ভাতা পরিশোধ করেনি। শিল্পসংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।

শিল্প অধ্যুষিত আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট—এ আট এলাকায় তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সদস্য মোট ১ হাজার ৫৩৩টি কারখানা বেতন-ভাতা পরিশোধ করেছে। এর মধ্যে নতুন কাঠামোয় পরিশোধ করেছে ১ হাজার ১৭৮টি। পুরনো কাঠামোয় পরিশোধ করেছে ৩৫৫টি। এ হিসেবে ৭৬ দশমিক ৮৪ শতাংশ কারখানা নতুন কাঠামোয় বেতন পরিশোধ করেছে। পুরনো কাঠামোয় বেতন পরিশোধ করেছে ২৩ দশমিক ২৬ শতাংশ কারখানা। আট শিল্প এলাকায় তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের আরেক সংগঠন বিকেএমইএর সদস্য মোট ৬৬৫টি কারখানা বেতন-ভাতা পরিশোধ করেছে। এর মধ্যে নতুন কাঠামোয় বেতন দিয়েছে ৩৫৩টি বা ৫৩ দশমিক শূন্য ৮ শতাংশ কারখানা। পুরনো কাঠামোয় দিয়েছে ৩১২টি বা ৪৬ দশমিক ৯২ শতাংশ কারখানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *