নতুন উচ্চতায় প্যালাডিয়াম

মূল্যবান ধাতুর বাজারে দাম বাড়ছে প্যালাডিয়ামের। গত শুক্রবার পণ্যটির দাম ইতিহাসে প্রথমবারের মতো ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যায়। তবে প্যালাডিয়ামের এই ঊর্ধ্বমুখিতার মধ্যে দাম কমেছে স্বর্ণের। খবর রয়টার্স।

স্পট মার্কেটে স্বর্ণের দাম কমেছে দশমিক ৮ শতাংশ। এদিন পণ্যটি সর্বশেষ আউন্সপ্রতি ১ হাজার ২৮৩ দশমিক ৮৬ ডলারে লেনদেন হয়। চলতি সপ্তাহে এ বাজারে পণ্যটির দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। মূলত আগের অধিবেশনগুলোয় বড় উত্থানের কারণে সপ্তাহ বিবেচনায় স্বর্ণের দাম এ প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে।

ভবিষ্যৎ চুক্তির বাজারে স্বর্ণের দাম কমেছে দশমিক ৭ শতাংশ। এ বাজারে পণ্যটি সর্বশেষ আউন্সপ্রতি ১ হাজার ২৮৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়।

প্যালাডিয়ামের দাম বেড়েছে প্রায় ২ শতাংশ। এদিন পণ্যটি সর্বশেষ আউন্সপ্রতি ১ হাজার ২৮৮ দশমিক ৪৯ ডলারে লেনদেন হয়। লেনদেনের একপর্যায়ে পণ্যটির দাম ১ হাজার ৩১০ ডলার পর্যন্ত পৌঁছে যায়।

প্যালাডিয়াম প্রধানত যানবাহনের দূষণরোধী যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয়। উচ্চ চাহিদা ও আগ্রহ বৃদ্ধির বিপরীতে স্থায়ী সরবরাহ সংকটের কারণে পণ্যটির দাম বাড়ছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ প্রধান উৎপাদক দেশ থেকে পণ্যটির সরবরাহ বাড়ছে না। এর বিপরীতে পণ্যটির চাহিদা বাড়ছে। মূলত পেট্রল ইঞ্জিনের ব্যবহার বাড়তে থাকায় পণ্যটি আরো মূলবান হয়ে উঠেছে। হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি ব্যবহার বৃদ্ধির প্রত্যাশাও পণ্যটির চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

শিকাগোর আরজেও ফিউচার্সের পণ্যবাজার বিশেষজ্ঞ ফিল স্ট্রেরেইবল বলেন, চাহিদা বৃদ্ধির বিপরীতে আঁটসাট সরবরাহের কারণে প্যালাডিয়াম নতুন উচ্চতায় পৌঁছে গেছে। ডলারের দুর্বল অবস্থানও পণ্যটির দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। এদিন পণ্যটি সর্বশেষ আউন্সপ্রতি ৮২০ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়। লেনদেনের একপর্যায়ে পণ্যটির দাম ৮২৩ দশমিক ৫০ ডলারে পৌঁছে যায়, যা গত ২৯ নভেম্বরের পর থেকে পণ্যটির সর্বোচ্চ দামের রেকর্ড।

রুপার দাম কমেছে দশমিক ৪ শতাংশ। এদিন পণ্যটি সর্বশেষ আউন্সপ্রতি ১৫ দশমিক ৬৮ ডলারে লেনদেন হয়। তবে লেনদেনের একপর্যায়ে পণ্যটির দাম ১৫ দশমিক ৮৭ ডলারে পৌঁছে যায়, যা গত জুলাইয়ের মধ্যভাগের পর থেকে পণ্যটির সর্বোচ্চ দামের রেকর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *