নতুন উচ্চতায় আরব-ব্রাজিল বাণিজ্য সম্পর্ক
চলতি বছরের প্রথম ১০ মাসে আরব-ব্রাজিল বাণিজ্যে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এ সময়ের মধ্যে ব্রাজিলের পণ্য রফতানি ৯ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে। সম্প্রতি দি আরব-ব্রাজিলিয়ান চেম্বার অব কমার্স (এবিসিসি) প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
চলতি বছরে আরব বিশ্বে ব্রাজিল ১ হাজার ৫৭৬ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। অন্যদিকে আরব অঞ্চল থেকে ব্রাজিলে ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার মূল্যের পণ্য রফতানি করা হয়েছে। আরব দেশগুলোর মধ্যে ব্রাজিলে রফতানির দিক থেকে শীর্ষে সৌদি আরব। সৌদি ২৯৩ কোটি ৭০ লাখ ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। এরপর ৯৯ কোটি ৮০ লাখ ডলার মূল্যের পণ্য রফতানি করেছে সংযুক্ত আরব আমিরাত।
ব্রাজিলে ৬০ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রফতানি করেছে কাতার। অন্যদিকে মিসরের আমদানি ৪৩ কোটি ৯০ লাখ ডলার ছাড়িয়ে গেছে। আমদানিতে কুয়েতও অনেক এগিয়েছে। ১০ মাসে দেশটি ৩২ কোটি ৩০ লাখ ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।
এবিসিসির প্রেসিডেন্ট ওসমার চোহফি বলেন, ‘২০২২ সালের প্রথম ১০ মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ব্রাজিলের রফতানি ও আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ব্রাজিল ও আরব বিশ্বের মধ্যে শক্তিশালী এবং সম্প্রসারণ বাণিজ্যিক সম্পর্কের উদাহরণ।’
তিনি আরো বলেন, ‘আরব অঞ্চলে ব্রাজিলের রফতানি বাড়ানোর জন্য এবিসিসিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন কৌশল গ্রহণ করছি। এ ইতিবাচক বাণিজ্যিক পরিসংখ্যান আরব জাতির সঙ্গে সম্পর্কোন্নয়নে আমাদের প্রচেষ্টার প্রতিচ্ছবি।’
এবিসিসির প্রতিবেদনে আরো বলা হয়, জানুয়ারি-অক্টোবর পর্যন্ত আরব দেশগুলোয় গরু ও মুরগির মাংস রফতানিতে ব্রাজিল ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্রাজিল থেকে আরব বিশ্বে গরুর মাংস রফতানি ৮৬ কোটি ৬৬ লাখ ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ২৪ কোটি ৩৬ লাখ ডলার মূল্যে মাংস রফতানির মাধ্যমে শীর্ষে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া পোলট্রি পণ্য রফতানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং ২৭৫ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৭৪ কোটি ২৯ লাখ ডলার মূল্যের পণ্য আমদানি করে শীর্ষে আমিরাত। এরপর ৬৯ কোটি ৯৭ লাখ ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে সৌদি আরব।
ব্রাজিল থেকে কুয়েত, কাতার ও মিসরেও পোলট্রি পণ্যের রফতানি বেড়েছে। দেশগুলোয় যথাক্রমে ১৮ কোটি ৪ লাখ, ১৩ কোটি ৩৮ লাখ ও ১১ কোটি ২৪ লাখ ডলারের পণ্য রফতানি করেছে লাতিন আমেরিকার দেশটি।