নগর পরিবহন চলবে ঘাটারচর থেকে স্টাফ কোয়ার্টার ও কদমতলী বৃহস্পতিবার থেকে
বৃহস্পতিবার (১৩ অক্টোবর, ২0২২) ২২ ও ২৬ নম্বর রুটে নগর পরিবহন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।
বুধবার (১২ অক্টোবর, ২0২২) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বেলা ১১টায় বসিলা যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে ২২ নম্বর (ঘাটারচর-ডেমরা স্টাফ কোয়ার্টার) ও ২৬ নম্বর (ঘাটারচর-কদমতলী) রুটে ‘ঢাকা নগর পরিবহন’ বাসসেবা উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ২৩ নম্বর রুটে (ঘাটারচর থেকে কাঁচপুর) ‘ঢাকা নগর পরিবহন’ সেবা চালু করা হয়।