নকিয়ার কাছে হেরে জার্মানিতে বাজার হারালো অপ্পো-ওয়ানপ্লাস
নকিয়ার সঙ্গে পেটেন্ট নিয়ে বিরোধের রেশ ধরে জার্মানিতে সেলফোন সেট বিক্রির অনুমতি হারিয়েছে অপ্পো ও ওয়ান প্লাস। জার্মান আদালত কর্তৃক নির্ধারিত শর্ত মানতে রাজি না হওয়ায় দেশটির তদারককারী সংস্থা সম্প্রতি এ আদেশ জারি করেছে। এর আগে ফিনিশ কোম্পানি নকিয়া ওই দুই কোম্পানির বিরুদ্ধে পেটেন্ট ভঙ্গের অভিযোগ আনে এবং আদালতের শরণাপন্ন হয়। মামলায় নকিয়া জয়লাভ করে। খবর গিজমোচায়না।
ফোরজি ও ফাইভজি টেকনোলজি ব্যবহারের বৈধ লাইসেন্স নেই অপ্পো ও ওয়ান প্লাসের। মানহাইমে অবস্থিত একটি জার্মান আদালত গত জুলাইয়ে নকিয়ার করা অভিযোগের তল্লাশি করতে গিয়ে এর প্রমাণ পান। আদালত নোকিয়ার সঙ্গে ওই কোম্পানি দুটোর বিরোধ নিষ্পত্তি করতে চেষ্টা করেন। কিন্তু চীনা কোম্পানি দুটি তাতে সম্মত না হওয়ায় তাদের ফোন জার্মানিতে বিক্রি নিষিদ্ধ করা হয়। ফলে অফিশিয়াল ওয়েবসাইটে নিজেদের পণ্যের তথ্য জার্মানির ক্ষেত্রে সহজলভ্য নয় বলে অপ্পো ঘোষণা দেয়। অবশ্য দেশটিতে ইয়ারফোন ও চার্জার বিক্রি অব্যাহত রেখেছে তারা।