ধর্ষণচেষ্টা: শ্রমিক লীগ নেতা কারাগারে
সাভারে সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার মামলায় সড়ক পরিবহন শ্রমিক লীগের আশুলিয়া থানার সাধারণ সম্পাদক রাজা মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৬ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে রাজা মোল্লাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে সাভার থানা পুলিশ।
আদালতে আসামির পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন।
মামলার এজাহারে বাদী বলেন, প্রথম স্বামী মারা যাওয়ার পর পাঁচ বছর বয়সী কন্যা সন্তান নিয়ে ২০১৩ সালে রাজা মোল্লাকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর গত ছয় বছর ধরে রাজা মোল্লা তার প্রথম সংসারে কন্যাকে নানা সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল।
সর্বশেষ গত ১৫ মে মধ্য রাতে বাদীনির মেয়েকে ধর্ষণের চেষ্টা করে রাজা মোল্লা। এই ঘটনায় বৃহস্পতিবার বিকেলে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এরপর রাতেই অভিযান চালিয়ে রাজা মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।