দৈনিক জাহাজ পারাপারে রেকর্ড সৃষ্টি করেছে সুয়েজ খাল

স্টাফ রিপোর্টার

দৈনিক জাহাজ পারাপারে রেকর্ড সৃষ্টি করেছে সুয়েজ খাল। শনিবার মিসরের এ খাল দিয়ে ৮৯টি জাহাজ পারাপার হয়েছে। এদিন ৫২ লাখ টন পণ্য পরিবহন করেছে জাহাজগুলো। জাহাজের সংখ্যা ও পণ্য পরিবহনের পরিমাণ উভয়ই খালটির ইতিহাসে সর্বোচ্চ। সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবেয়া এক বিবৃতিতে বলেন, মোট ৪৪টি জাহাজ খালের উত্তর দিক থেকে নিট ৩০ লাখ টন পণ্য নিয়ে গিয়েছে। অন্যদিকে নিট ২২ লাখ টন পণ্য নিয়ে ৪৫টি জাহাজ দক্ষিণ দিক থেকে খাল পার হয়েছে।

এর আগে ওসামা রাবেয়া বলেছিলেন, জুলাইয়ে খালের আয় ৭০ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। খালটির আয়ের পরিমাণ গত বছরের একই মাসের চেয়ে ৩২ দশমিক ৪ শতাংশ বেশি। সে সময় খালটির আয়ের পরিমাণ ছিল ৫৩ কোটি ১৮ লাখ ডলার। মিসরের এ খাল ইউরোপ ও এশিয়ার মধ্যে দ্রুততম শিপিং রুট। তাছাড়া এটি মিসরীয় সরকারের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। এমিরেটস নিউজ এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *