দেশে ব্যাংকাস্যুরেন্স শুরুর অনুমতি পেলো সিটি ব্যাংক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংক থেকে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা শুরু করার জন্য অনুমোদন পেয়েছে সিটি ব্যাংক। বুধবার (২৪ জানুয়ারি) দেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো কোনো ব্যাংককে ব্যাংকাস্যুরেন্স ব্যবসা শুরু করার অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এখন বীমা উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পাওয়ার পরপরই সিটি ব্যাংক তার সব শাখা ও অন্যান্য চ্যানেল ব্যবহার করে গ্রাহকদের কাছে বীমাপণ্য বাজারজাত ও বিক্রি করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগের (বিআরপিডি) পরিচালক শাহরিয়ার সিদ্দিকী সিটি ব্যাংকের এএমডি ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফের কাছে বুধবার এই অনুমোদনপত্র হস্থান্তর করেন।

হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরপিডির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশফাকুর রহমান ও সিটি ব্যাংকের চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার সুবীর কুমার কুন্ডুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *