দেশে ফিরলেন এরশাদঃ যা বললেন ফয়সাল
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। বুধবার রাত নয়টার দিকে তিনি ঢাকায় পৌঁছান।
এরশাদ গত ১০ ডিসেম্বর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। এর আগে তিন দফায় দেশে ফেরার তারিখ পরিবর্তন হয় এরশাদের। সিঙ্গাপুর থেকে তাঁর গত ২০ ডিসেম্বর ফেরার কথা ছিল, এরপর তা পিছিয়ে ২২ ডিসেম্বর করা হয়, সেটাও পরিবর্তন হয়ে গত ২৪ ডিসেম্বরে ফেরার কথা ছিল তাঁর। শেষ পর্যন্ত ১৫ দিন পরে বুধবার রাতে দেশে ফিরলেন এরশাদ।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী সাংবাদিকদের বলেন, এইচ এম এরশাদ সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত নয়টার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এস এম ফয়সাল বলেন, জাতীয় পার্টির প্রধান এরশাদ এখন শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আশা করা হচ্ছে কাল (বৃহস্পতিবার) থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
এরশাদ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। সাবেক এই রাষ্ট্রপতি ঢাকা-১৭ রংপুর-৩ আসন থেকে নির্বাচন করছেন। তিনি ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়াতে পারেন বলে গুজব রয়েছে।