দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১ কূপ

স্টাফ রিপোর্টার

দেশের ২৯তম গ্যাসক্ষেত্র পাওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ভোলার ইলিশা-১ নম্বর কূপকে নতুন গ্যাসক্ষেত্র ঘোষণা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২২ মে) সকালে নিজ বাসভবসে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।

২৬ থেকে ৩০ বছর পর্যন্ত ইলিশা থেকে গ্যাস উত্তোলন করা যাবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ গ্যাসক্ষেত্রে সম্ভাব্য মজুত ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস, দৈনিক উত্তোলন করা যাবে ২০-২২ মিলিয়ন ঘনফুট গ্যাস।

‘একটা বড় সম্ভাবনার দিক উন্মোচন হলো। দেশের মানুষের জন্য এটা সুখবর’ বলেন নসরুল হামিদ।

তিনি বলেন, এখানে পাওয়া গ্যাসের দাম ৬ হাজার ৫০০ কোটি টাকা। একই পরিমাণ আমদানি করা গ্যাসের দাম পড়বে ২৮ হাজার কোটি টাকা।

পাইপলাইন নির্মাণ করে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। দুই বছরের মধ্যে পাইপলাইন সম্পন্ন করতে চায় সরকার। পাইপলাইনে ভোলার গ্যাস সরবরাহ শুরু হতে তিন বছর লাগবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এখন দেশের দক্ষিণাঞ্চল হবে দেশের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গা। পাইপলাইনে গ্যাস আনতে হলে আড়াই থেকে তিন বছর সময় লাগবে। অনেকগুলো নদী ক্রসিং আছে। জমি অধিগ্রহণ, অনেক কাজ। এ কারণে অল্প অল্প করে ঢাকায় আনা যায় কিনা সেটা দেখছি। ভোলার গ্যাস দিয়ে মানুষকে কীভাবে সুবিধা দেওয়া যায়, সেটা আমরা বিবেচনা করে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *