দুবাইয়ে বিদ্যুচ্চালিত ফ্লাইং ট্যাক্সি ওড়াল চীনা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার

সম্প্রতি দুবাইয়ে এক্সপেঙ এক্স-২ নামের বিদ্যুচ্চালিত ফ্লাইং ট্যাক্সির পরীক্ষা করেছে একটি চীনা প্রতিষ্ঠান। এ পরীক্ষার মধ্য দিয়ে ভবিষ্যতের যুগোপযোগী প্রযুক্তির আভাস দিয়েছে প্রতিষ্ঠানটি, যা একদিন শহুরে জীবনের যাতায়াত ব্যবস্থাকে আমূল পাল্টে দেবে। খবর এপি।

চীনের গুয়াংজুভিত্তিক বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেঙ মোটরের প্রস্তুতকৃত এক্সপেঙ এক্স-২ হলো বিশ্বের ডজনখানেক ফ্লাইং কার প্রকল্পের মধ্যে একটি। এরই মধ্য গাড়িটি সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এ পরীক্ষায় ট্যাক্সিতে কোনো যাত্রী ছিল না। তবে সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালের জুলাইয়ে মনুষ্যবাহী উড্ডয়ন পরীক্ষা করা হয়েছিল।

নান্দনিক ডিজাইনের বিশেষ এ গাড়ি আটটি প্রপেলারের একটি সেট দ্বারা চালিত হয়, যা দুজন যাত্রী বহন করতে পারে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার (৮০ মাইল) গতিতে ছুটতে সক্ষম।

পাইলটবিহীন এ গাড়ি একদিন জনাকীর্ণ রাস্তার শহরে যাত্রী নিয়ে উড়ে বেড়াবে, জনজীবন সহজ ও দ্রুতগামী করবে। তবে সবার আগে এটির ব্যাটারি সক্ষমতা, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়নের মতো মূল চ্যালেঞ্জগুলো উতরাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *