দুবাইয়ে নতুন বিলাসবহুল টাওয়ার দ্য স্যাফায়ার
সংযুক্ত আরব আমিরাতের আবাসন কোম্পানি ডিএএমএসি প্রপার্টিজ ২০২৪ সালের প্রথম প্রান্তিকে নিজেদের তৃতীয় টাওয়ার ‘দ্য স্যাফায়ার’ চালু করেছে। টাওয়ারটি দুবাইয়ের ডাউনটাউনের কাছে জুমেইরাহ এলাকায় অবস্থিত। সেখান থেকে হাঁটা দূরত্বে সাফা পার্ক। কাছেই সিটি ওয়াক ও বক্স পার্ক। দৃষ্টিনন্দন জুমেইরাহ বিচ ও দ্য স্যাফায়ার কাছাকাছি অবস্থিত। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টাওয়ার সাফা সিরিজের অংশ। এ সিরিজের সব টাওয়ারই বিলাসবহুল জীবনযাপনকে স্বাগত জানাতে নির্মাণ করা হয়েছে। টাওয়ারের লবিতে একটি নিমজ্জিত আলোর বলয় থাকবে, যেখানে পডিয়াম স্তরের ইনফিনিটি পুলটিতে সাফা পার্ক ও আশপাশের ফোয়ারার দৃশ্য দেখা যাবে। এছাড়া বাসিন্দাদের বিশ্রামের জন্য আছে বিলাসবহুল স্পা রিট্রিট, ক্যানারি গার্ডেন ও ফিটনেস সেন্টার।
খবর ও ছবি অ্যারাবিয়ান বিজনেস