দুদিন বন্ধের পর আমদানি রফতানি বাণিজ্য শুরু

টানা দুদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও ১৮ মার্চ হাকিমপুর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে টানা দুদিন সরকারি ছুটি ছিল।

এ কারণে কাস্টমসের সব বিভাগ বন্ধ থাকায় গত রোববার ও সোমবার টানা দুদিন হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়। সেই সঙ্গে বন্দরের ভেতরের ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তি, ডেলিভারি দেয়াসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *