দুটি আন্তর্জাতিক পুরস্কার পেলো এসিআই মটরস

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক দুইটি পুরস্কার পেয়েছে এসিআই মটরস। এগুলো হলো- ‘ফোটন গ্লোবাল এক্সিলেন্ট ব্র্যান্ড কমিউনিকেশন অ্যাওয়ার্ড’ এবং ‘ফোটন গ্লোবাল সার্ভিস সিস্টেম কনস্ট্রাকশন মেরিট অ্যাওয়ার্ড’।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এসিআই মটরস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্বের ১১০টি আন্তর্জাতিক পরিবেশকের থেকে এ পুরস্কার অর্জন করে কোম্পানিটি।

এদিকে পুরস্কার অর্জন উদযাপনে সোমবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার তেজগাঁওয়ে এসিআই সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।

এসময় উপস্থিত ছিলেন- এসিআই মটরস ও ফোটন মোটর গ্রুপের কর্মকর্তারা। আর অনলাইন প্লাটফর্মের মাধ্যমে উপস্থিত ছিলেন ফোটনের মাঠপর্যায়ের বিক্রয় ও সেবা দেওয়া কর্মকর্তা এবং ডিলাররা।

এসিআই লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হলো এসিআই মটরস। এ প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে ফোটন কমার্শিয়াল ভেহিকেলের ব্যবসা পরিচালনা করছে।

কোম্পানিটি ইয়ামাহা মোটরসাইকেল, বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার জেনারেশন এবং কনস্ট্রাকশন ইকুইপমেন্টের ব্যবসা পরিচালনা করে থাকে। কোম্পানিটি বিশ্বের শতাধিক দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে কোম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও বেশি বাণিজ্যিক যান বিক্রি করেছে।

গ্রাহকদের সেবা এবং খুচরা যন্ত্রাংশ নিশ্চিত করতে এসিআই মটরসের আছে দেশব্যাপী ৩৫টি ৩এস ডিলার এবং অনুমোদিত সার্ভিস সেন্টার। এছাড়া ফোটন কমার্শিয়াল ভেহিকেল তাদের ফেসবুকের মাধ্যমে যেকোনো সময় গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *